ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪

ময়মনসিংহে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, প্রাণ গেল ভাই-বোনের

অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের মা-বাবা।

রোববার সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানাধীন চর শিমুলচরা গ্রামের মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার আপন ভাই তিন বছরের আনাছ আহনাফ।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, সকালে শেরপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই ঢাকা ছেড়ে আসা থেকে শেরপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত অবস্থায় নিহতদের বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস-মাইক্রোবাস থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com