কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন শতবর্ষী এক বৃদ্ধ। ঈদের দিন বৃহস্পতিবার (১১এপ্রিল) স্থানীয় কিশোর-তরুণরা উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে গাড়িতে চড়ে উল্লাস করার সময় চাপা পড়েন তিনি।
উপজেলার দক্ষিণ উছমানপুর গ্রামে কুলিয়ারচর-জামতলী সড়কের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এরপর বেপরোয়া ট্রাকটি আটকিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহতের নাম আবদুল আহাদ।
জানা গেছে, দক্ষিণ উছমানপুরে গ্রামের মসজিদে যোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আবদুল আহাদ। এ সময় বেপরোয়া ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই সময় দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে তাড়া করেন। একপর্যায়ে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে সেটি আটক করতে সক্ষম হন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, বেপরোয়া গতিতে ট্রাকটি আসছিল এ সময় পিছু নেওয়া মোটরসাইকেল আরোহীরা চিৎকার করলে গাড়িটি আটক করে পুলিশে দেওয়া হয়। কিন্তু চালক ও ট্রাকে থাকা কিশোর-তরুণরা পালিয়ে আত্মগোপন করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান বলেন, নিহত আবদুল আহাদের বয়স ১০২ বছর। ট্রাক আটক আছে। তবে চালক ও যাত্রীরা পালিয়ে গেছে। অভিযোগ পেলে মামলা নিয়ে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com