ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩০৫জন। উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৫হাজার ১৯০জন। পাশ করেছে ৪হাজার ২১১জন। পাশের হার ৮১.১৩শতাংশ। জিপিএ-৫ পেয়েছে উচ্চ বিদ্যালয়ে ২৮২জন, মাদরাসায় ১১জন ও কারিগরী শিক্ষা বোর্ডে ১২জন।
উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মনাটি উচ্চ বিদ্যালয়ে ৫৪জন ও দ্বিতীয় অবস্থানে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৫৩জন, তৃতীয়স্থানে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ৩৬জন আর। একমাত্র শতভাগ পাসের রেকর্ড করেছে লামাপাড়া কেরামতিয়া বালিকা দাখিল মাদরাসা। এ মাদরাসার ১৮জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলায় এসএসসিতে ৩হাজার ৯৫৬জনের মধ্যে ৩হাজার ২৬৩জন পাশ করেছে। পাশের হার ৮২.৪৮শতাংশ। মাদরাসা বোর্ডের অধিনে দাখিলে ৫৭৮জনের মধ্যে পাশ করেছে ৪৩২জন। পাশের হার ৭৪.৭৪শতাংশ ও কারিগরী বোর্ডের অধিনে এসএসসিতে ৬৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৬জন পাশ করেছে। পাশের হার ৭৮.৬৫শতাংশ।
জিএন/হলি/এসএস
ইমেইলঃ news.gouripurnews@gmail.com