ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪

পরিচয় মিলছে না মায়ের লাশের পাশে পড়ে থাকা সেই শিশুর

অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মৃত মায়ের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা সেই শিশুটির নাম পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের মেঝেতে চিকিৎসা চলছে শিশুটির।

বুধবার (২৯ মে) সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার কাছিয়াকান্দা গ্রামের মেঠোপথে এক নারীর মরদেহের পাশে পড়েছিলে শিশুটি। খবর পেয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর প্রথমে জেলা সদর হাসপাতাল নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের পাশেই পড়েছিল শিশুটি। ওই নারী কোথাকার জানেন না কেউ। তবে শিশুটি পেট কাঁপছিল দেখে সবাই বুঝতে পারে শিশুটি জীবিত আছে। পরে দুইজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যান।

শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স জাকিয়া সুলতানা। তিনি বলেন, বর্তমানে বাচ্চার অবস্থা ভালো আছে। সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো। শিশুটির যা যা চিকিৎসা দরকার তা আমাদের এখান থেকেই করা হচ্ছে।

পুলিশ জানায়, পরিচয় নিশ্চিতে নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোণার পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, প্রথমে আমরা নারীর লাশটি শনাক্তকরণের চেষ্টা করি। পিবিআই-এরও সাহায্য নিয়েছি। কিন্তু শনাক্ত করতে না পারায় ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ময়মনসিংহের ভালুকা থেকে পরিচয়হীন মা ও শিশুকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির ঘটনা নাড়া দিয়েছিলো দেশজুড়ে। পরে শিশুটির পরিচয় মিললেও, আপনজনের ঘরে ঠাঁই হয়নি সেই ছোট্ট শিশুটির।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com