আজ থেকে ৬ মাস আগে মোবাইল ফোনের রং নাম্বারে পরিচয় হয় ময়মনসিংয়ের তরুণীর সাথে কুমিল্লার নাঙ্গলকোটের আরিম নামে এক তরুণের। এরপর দ্র্রুতই তাদের ঢাকায় দেখা। দেখা থেকে পরিণয়ে রূপ নেয়। এরপর স্ত্রীকে নিয়ে আরিফ কুমিল্লার নাঙ্গলকোটে তার গ্রামের বাড়িতে আসলে পরিবার এ বিয়ে মানতে অস্বীকৃতি জানায়। পরে বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে রেলস্টেশনে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ। স্ত্রীর দাবি নিয়ে সেই তরুণী এখন অনশন করছে স্বামীর বাড়িতে।
প্রেমিক আরিফ (২১) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।
শুক্রবার দুপুরে ভুক্তভোগী তরুণী জানান, ৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। তারপর প্রেম। আরিফের সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয়। এরপর প্রেমিক তাকে নিয়ে রেলস্টেশনে যায়। সেখানে রেখে পালিয়ে যায় আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি।
তরুণী আরও জানান, স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
পলাতক আরিফের বক্তব্য নেওয়া সম্ভব না হলেও তার মা সেলিনা বেগম জানান, তার ছেলে পলাতক। মেয়েটি যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেও খোঁজ খবর নিচ্ছি।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com