ঢাকাবৃহস্পতিবার , ২০ জুন ২০২৪

গাজীপুরে পারিবারিক গেট টুগেদারে মদপানে বধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকায় পারিবারিক গেট টুগেদার অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে ইশিতা রানী মণ্ডল ওরফে ইশিতা মল্লিক (২৫) নামে এক বধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার লাশ ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে ঈদের দিন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের গেট টুগেদার অনুষ্ঠানে অতিরিক্ত মদ্পানে ইশিতা মল্লিকসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, জাঝর মল্লিক বাড়িতে গত সোমবার দুপুর সাড়ে ১২টায় পারিবারিক গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দেশীয় মদ পরিবেশন করা হয়। এতে বিষক্রিয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মল্লিক বাড়ির বিপ্লব মল্লিকের স্ত্রী ইশিতা মল্লিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

নিহত ইশিতা মল্লিকের ছয় ও আড়াই বছরের দুটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় ইশিতার পিতা প্রদীপ কুমার মল্লিক বাদী হয়ে গাছা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।

গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। অবৈধ মদের উৎস ও সরবরাহকারীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com