ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪

বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল দুই প্রাণ

অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

তিনি জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডুরা এলাকায় বেপরোয়া গতির ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশাটিও দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরো বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com