ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪

প্রস্রাব করতে নিষেধ করায় পুলিশ সদস্যকে মারধর, আটক ৪

news desk
জুলাই ৮, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে আবাসিক এলাকায় দাড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এঘটনায় বখাটে চার জন শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোমবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাস-স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঝুটন কুমার বর্মন।

আটককৃতরা হলো- উপজেলার পিংনা এলাকার জুলহাস মিয়ার ছেলে আব্দুল হালিম(৩০), পোগলদিঘা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাজু মিয়া (২১), টাংগাইলের ভুয়াপুর উপজেলার জগৎপুর এলাকার মৃত সামছুল খানের ছেলে আসলাম খান (২৫), গোপালপুর উপজেলার ললিনবাহার এলাকায় আব্দুল কুদ্দুসের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য পল্লব হোসেন। পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় বাস-স্টেশন আবাসিক এলাকায় বাসা ভাড়া থাকেন। তার বাসার পাশে দাড়িয়ে প্রস্রাব করতে ছিলো এক বখাটে যুবক। এসময় এক পুলিশ সদস্য আবাসিক এলাকায় প্রস্রাব করতে ঐ বখাটেকে নিষেধ করে চলে যায়। এর পর বখাটে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যের ভাড়াটিয়া বাসা থেকে এনে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারধরের সাথে জড়িত চার শ্রমিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

gn/h

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com