ময়মনসিংহরবিবার , ১৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ভবন ভাঙ্গার অভিযোগ দিলেন মেম্বার

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহিনের বিরুদ্ধে বে-আইনিভাবে সরকারি ভবন ভেঙ্গে নেয়ার অভিযোগ দিলেন ইউপি সদস্য ফারুখ মিয়া। ১৩ আগস্ট ময়মনসিংহ স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক বরাবর এই অভিযোগ দায়ের করেন তিনি।

 

গত ১৩ই আগস্ট ময়মনসিংহ স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক বরাবর এই অভিযোগ দায়ের করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, ২০২৩ সালের মার্চ মাসে ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহিন ও তার লোকজন ইউনিয়ন পরিষদের ৫ কক্ষ বিশিষ্ট একটি পুরাতন ভবন বে-আইনিভাবে ভেঙ্গে ইট, রড, দরজা-জানালা ও রাবিশ আত্মসাত করেন।

ইউপি সদস্য ফারুখ মিয়া জানান, ইউনিয়ন পরিষদের ভবন বে-আইনিভাবে ভেঙ্গে আত্মসাত ও অন্যান্য দুর্নীতির জন্য ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ একটি জরুরী তলবী সভার আহবান করে ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শাহীন জানান, ভবনটি বেশ পুরনো ও পরিত্যাক্ত হওয়ায় বৃষ্টিতে ধসে পড়ার কারণে দরজা জনালাসহ গ্রিল চুরি হয়ে যাওয়ায় থানায় সাধারণত ডায়েরি করা হয়েছিল। তবে আমি কাউকে ভবনের কোন মালামাল নিয়ে যাওয়ার অনুমতি দেইনি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com