ময়মনসিংহশনিবার , ৩১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল চাপায় আমেনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা খাতুনের বাড়ি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সূর্যকোণা গ্রামে। এদিন দুপুরে আমেনা খাতুন তার পুত্রবধূ আছমা আক্তার ও চার মাস বয়সী নাতিকে নিয়ে ইজিবাইকে চড়ে স্থানীয় মসজিদে মান্নত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওইদিন দুপুরে পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদে মান্নত আদায় শেষে নাতিকে কোলে নিয়ে মসজিদ থেকে বের হয়ে গুজিখা কেরামাতিয়া মসজিদে মান্নত আদায়ের উদ্দেশ্যে রওনা দেন। এসময় ইজিবাইকে উঠার সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে চাপা দিলে আমেনা খাতুন আহত ও তার নাতি আব্দুল কাদির জিলানী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে আমেনার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণের প্রস্তুতির সময় তিনি মারা যান।

আমেনা খাতুনের পুত্রবধূ আছমা আক্তার বলেন, ছেলের মঙ্গল কামনায় দুটি মসজিদে মান্নত করেছিলা। প্রথম মসজিদে মান্নত আদায় শেষে গুজিখা কেরামতিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়ার সময় দ্রুত গতিতে এক মোটরাসাইকেল আরোহী আমার শাশুড়িকে চাপা দেয়। এ সময় তিনি আমার ছেলেকে নিয়ে ছিটকে পড়ে যান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জিএন/রাকিব/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com