ময়মনসিংহবুধবার , ২৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর সাব রেজিস্টার অফিসে অভ্যর্থনা কক্ষ স্থাপন হলেও নেই মহিলাদের টয়লেট

হলি সিয়াম শ্রাবণ
আগস্ট ২৮, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সেবাগ্রহীতাদের বসার স্থান না থাকায় ভোগান্তি লাগবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা জনসাধারণ বসার জন্য অভ্যর্থনা কক্ষ স্থাপন করা হয়েছে।

জানা যায়, এ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিন শতশত মানুষ সেবা নিতে আসেন। দীর্ঘদিন যাবত সেবা গ্রহীতাদের বসার স্থান না থাকায় জনসাধারণ চরম ভোগান্তিতে ছিল। এর মধ্য বেশী কষ্ট করতে হয় সেবাগ্রহীতা নারীদের। সেবাগ্রহীতাদের এ দুর্ভোগ লাগবের কথা চিন্তা করে বসার জন্য অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করে করেছে দলিল লেখক সমিতি। এতে সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বসার স্থান হলেও মহিলাদের সৌচাগার না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেবা নিতে আসা মমতাজ পারভিন জানান, আমরা আগে যখন দলিল করতে আসতাম তখন বসার কোন স্থান ছিল না। এখন আমাদের জন্যে অভ্যর্থনা কক্ষ স্থাপন করেছে কিন্তু মহিলাদের জন্যে কোন টয়লেট না থাকার কারণে খুব কষ্ট হচ্ছে, পুরুষদের টয়লেটে আমরা তো যেতে পারিনা। কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন আমাদের মলিহাদের জন্যে সু-ব্যবস্থা করে দিবেন।

সেবা নিতে আসা মো. জুবায়ের হোসেন জানান, ‘আমাদের পুরুষদের জন্যে যে টয়লেট আছে সেটির দরজা নিচে দিয়ে ভেঙ্গে গিয়েছে, তাই চাইলেও মহিলারা ওখানে যেতে পারেন না, মহিলাদের জন্যে আলদা একটি টয়লেট ব্যবস্থা করে দিলে ভালো হয়।’

এ বেপারে গৌরীপুর সাব রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা সাংবাদিকদের বলেন- এ বিষয়টি আমাদের বিবেচনায় আছে আমরা চেষ্টা করতেছি।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com