ময়মনসিংহশনিবার , ৩১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আন্দোলনে নিহত ৩৪ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩৪ পরিবারের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জালেমদের রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, চলাফেরার অধিকার, অনেক অধিকার লঙ্ঘিত হয়েছে। সব অধিকার যদি ফিরিয়ে আনতে হয়। একটু সময় দিতে হবে। আমরা বলেছি, একটা যুক্তিসংগত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে— এটাই আমাদের কাম্য। অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করা যাবে না। এ আন্দোলনে শাহাদাতবরণকারী ভাইয়েরা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছে। হতাশার অন্ধকারে নিমজ্জিত বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আশার ঢেউ তুলেছে। ভবিষ্যতেও নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে এবং মহানগর আমির কামরুল আহসান এমরুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। সভায় কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা জামায়াতের আমিরসহ ময়মনসিংহ জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com