ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামী শহিদুল ইসলামকে (৩৫) গলাটিপে হত্যা করেছেন তার দ্বিতীয় স্ত্রী তারা বেগম। বুধবার বিকালে উপজেলার বলরামপুর গ্রামের তারা দিঘীরপাড় মোড়ে বাড়ির বসত ঘরে এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম বলরামপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম তার প্রথম স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বাড়িতে থাকতেন। কাজের সুবাদে মাঝে মাঝে তিনি ঢাকায় যেতেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ঢাকায় বসবাস করেন। মাঝে মাঝে ধোবাউড়া বলরামপুর গ্রামে আসতেন।
বুধবার সকালে তারা বেগম ধোবাউড়ায় শহিদুলের বাড়িতে আসেন। আসার পর থেকে দুজনের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। বিকালে বাড়ির অন্য লোকজন পাশের বাড়িতে একটি সমিতির সভায় চলে যান। এ সময় ফাঁকা বাসায় শহিদুলকে তার দ্বিতীয় স্ত্রী তারা বেগম শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরই তারা বেগম পালিয়ে যায়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে তারা বেগমকে আটক করে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আসামিকে ধরতে সক্ষম হয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com