ময়মনসিংহমঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লুট হওয়া গরু উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন যুবদল নেতা শোয়েব মুন্সী

স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের পতনের দিন সোমবার (৫ আগস্ট) বিকেলে স্থানীয় সংখ্যালঘু পরিবারের সদস্য গৌরাঙ্গ চন্দ্রের প্রায় লাখ টাকা মুল্যের একটি গুরু লুট হয়ে যায়। ঘটনাটি শুনে সেই গরু জনৈক লুন্ঠনকারীর হাত থেকে উদ্ধার করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী।

মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গরুটি মালিকের হাতে তুলে দেন শোয়েব মুন্সী। গরুটি ফিরে পেয়ে শোয়েব মুন্সীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গৌরাঙ্গ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল ইমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম আফজাল হোসেন, স্থানীয় আবুল কাশেম, বছির উদ্দিন, আঃ সালাম, আঃ গণি, সাইফুল ইসলামসহ আরও অনেকেই।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com