ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর পূজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

ধর্মীয় বিভেদ ব্যতিরেকে প্রত্যেক ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনে জামায়াতে ইসলামী সম্প্রীতিতে বিশ্বাস করে, এমন বারতা নিয়ে পূজামন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের হর-পার্বতী মন্দিরের পূজামন্ডপ প্রাঙ্গণে যান নেতাকর্মীরা। এসময় সার্বিক খোঁজ-খবর নেয়ার পর অন্যদের মধ্যে মাইজবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আকরাম হোসাইন মনোয়ার,অর্থ বিষয়ক সম্পাদক হাকিম আব্দুল আউয়াল,জামায়াত নেতা শাহরিয়ার আলম মাসরুল ও মোজাম্মেল হক পূজা উদযাপনে প্রয়োজনে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

এসময় অন্যদের মধ্যে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক রতন ভৌমিক, সাধারণ সম্পাদক নিতাই ভৌমিক, পূজা উদযাপন কমিটির সভাপতি নয়ন ভৌমিক, সাধারণ সম্পাদক শ্যামল সরকার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com