ময়মনসিংহবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়,লংগাইর ইউনিয়নের দুর্নীতিবাজ, চোর-ডাকাতের গডফাদার,সন্ত্রাসী, পলায়নকারী ভোট ডাকাত চেয়রাম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইউনিয়নের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষজন।

মশাখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানীয় চাইরবাড়ীয়া বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে লংগাইর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা সাবেক এমপি আওয়ামী লীগের সভাপতি বাবেল গোলন্দাজের ইউনিয়ন সন্ত্রাসী বাহিনীর প্রধান আবদুল্লাহ আল আমিন বিপ্লব চেয়ারম্যানের লুটতরাজ সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের শিকার লোকজন অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রশাসনের নিকট বিচার দাবি করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়ন লংগাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ,পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, নুরুল হক মেম্বার, স্থানীয় বাসিন্দা সারফুল হক,জাহিদ হাসান কর্ণেল, মিল্লাত হোসেন,দেলোয়ার হোসেন ঢালী প্রমুখ।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com