ময়মনসিংহের গৌরীপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার, উপজেলা প্রকৌশলী অসিত বরন দেব, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুকন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের বিষয়ে মতামত দেন বক্তারা।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com