ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌরসভার পশ্চিম ভালুকা এলাকার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সিরাজুল হক (৭৬) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারনে শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযার নামায আজ বাদ আসর নিজ বাড়ির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি মা, এক ছেলে, ছেলে বউ, ভাই-বোন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান, মোঃ রহিমুদ্দিন, গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com