ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে মোটরসাইকেলের ধাক্কায় চা দোকানীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্বপন কুমার রাহা (৬৬) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্বপন কুমার রাহা পৌর শহরের বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন। পৌর শহরের কালীপুর দৈনিক বাজারে স্বপনের চায়ের দোকান রয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চায়ের দোকান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com