ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যামগঞ্জ বাজারে র্যাবের একটি অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, মেজর শিশির তালুকদারের নেতৃত্বে র্যাব-১৪ এর একটি দল নওয়াব আলী মার্কেটে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি মদের বোতলগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি আবুল বাশার, তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল বাশার জানান, মদের বোতলগুলো তিনি গৌরীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তবে কোথা থেকে এগুলো এসেছে তা তিনি সঠিকভাবে জানেন না।
র্যাবের মেজর শিশির তালুকদার জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com