সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ‘আলো আসবেই’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট। মঙ্গলবার সকালে প্রকাশ্যে আসে বিনোদন অঙ্গনের কয়েকজনকে নিয়ে গড়া গ্রুপটির তথ্য। একে একে জনসম্মুখে আসছে স্ক্রিনশট গুলো।
যেখানে সবচেয়ে বড়ো রসিকতাটা সম্ভবত করেছেন আশনা হাবীব ভাবনা। তিনি ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে বলেছিলেন, ছাত্র আন্দোলনে প্রতিবাদ জানাতেই তিনি রাস্তায় নেমেছিলেন। একজন অভিনয় শিল্পীর পাশাপাশি তিনি চিত্রশিল্পীও। তাই এইটাই তার প্রতিবাদের ভাষা। অথচ তিনিও ‘আলো আসবে’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য।
গ্রুপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুখে দিতে নিজ নিজ মতামত দিয়েছিলেন শিল্পীরা। আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরমর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এই অভিনেত্রীর ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে আরও সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবাসহ কয়েকজন।
গ্রুপের অ্যাডমিন হিসাবে ছিলেন তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ অভিনেত্রী শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ ও সাজু খাদেম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ‘আলো আসবেই ‘ গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ছাত্রদের টোকায় এবং শিবির আখ্যা দিয়েছিলেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন অরুণা বিশ্বাস। তবে অভিনেত্রী সম্প্রতি দেশ ছেড়েছেন খুব গোপনে, নিরাপদে পাড়ি জমিয়েছেন কানাডা এমনটাই জানা গেছে।
শিল্পী মানেই বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব এমনটাই বিশ্বাস করেন সাধারণ মানুষ। তবে এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছেন অনেকেই আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলে নিজেদের জাত চিনিয়েছেন। কলঙ্কিত করেছেন শিল্পী উপাধিকে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com