উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় ও প্রাচীন সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা। যার সংক্ষিপ্ত নাম “ফোবানা”। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর আমেরিকার বিভিন্ন ষ্টেটে সংগঠনটির সম্মেলন অনুষ্টিত হয়। এবারের ৩৮ তম ফোবানা সম্মেলন তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ৩০, ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি’র ভার্জিনিয়ার মেরিয়েট ক্রিষ্ট্রাল গেইট ওয়ের কনভেনশন সেন্টারে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। মেরিয়েট এর হোটেল লবি, কনভেনশন সেন্টার ছিল প্রবাসীদের পদচারনায় মুখরিত ছিল। প্রথম দিন- ৩০ আগস্ট শুক্রবার ছিল উদ্ভোধনী অনুষ্টান। উদ্ভোধনী অনুষ্টান শুরু হয় বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মধ্যদিয়ে। উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, ফোবানার প্রতিষ্ঠাতা ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফয়সাল আহমদ এমবিই, ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড ট্যাকনোলজি এর ভিসি ইন্জিনিয়ার আবু হানিফ, ভয়েস অব আমেরিকার রোকেয়া হায়দার । আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া স্টেট সিনেটের ডক্টর গাজালা এফ হাসমী ও সাদ্দাম এজলান সেলিম। আরলিংটন কাউন্টি বোর্ডে সোসান কানিংহাম, রিজিওনাল ডায়রেক্টর তানিয়া টলেনটো ও ইউ এস সিনেটর মার্ক আর ওয়ার্নার।
ফোবানার নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার, জয়েন্ট সেক্রেটারি খালেদ আহমদ রউফ, এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, ভাইস প্রেসিডেন্ট মাসুদ রব চৌধুরী ও চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর। ৩৮তম ফোবানার হোস্ট কমিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ৩৮তম ফোবানার কনভেনার রোকসানা পারভীন, মেম্বার সেক্রেটারি আবু রুমী, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু।
রাত ৯.৪৫ মিনিটে বাংলাদেশ থেকে আগত নৃত্যশিল্প ও মডেল মৌ, লায়লা হাসানসহ নতুন প্রজন্মের শিল্পীরা বাঙ্গালীর দেশীয় গানের সাথে ঐতিহ্যগত নাচ ও গীতিনাট্য পরিবেশন করেন। এসময় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন স্কটল্যান্ড এর মেম্বার অফ পার্লামেন্ট ফয়সাল আহমদ এমবিই। আগত অতিথিদের ধন্যবাদ জানান, ফোবানার চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীর, কনভেনার রোকসানা পারভীন ও বিজনেস লাঞ্চ এর চেয়ারম্যান আজাদুল হক। অনুষ্ঠানে সকালে ছিল বাচ্চাদের সায়েন্স ফেয়ার, বিকালে ছিল কাব্য জলসা। আমেরিকার বিভিন্ন স্বনামধন্য কবি ও সাহিত্যিকদের পদচারনায় মুখরিত ছিল কাব্য জলসার ভেন্যু। কাব্য জলসা উপলক্ষে মৃদুল রহমানে সম্পাদনায় একটি সুভেনির প্রকাশিত হয়। কাব্য, জলসায় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সন্ধ্যায় শুরু হয় ফোবানার সাংস্কৃতিক অনুস্টান। নাচ, গান, নাটক, ও বাচ্চাদের পরিবেশনায় মুখরিত ছিল মেরিয়ট এর বলরুম। বাংলাদেশর বিশিষ্ঠ সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর গান পরিবেশন করেন।
১ লা সেপ্টেম্বর রোববার ছিল তৃতীয় ও সমাপনী দিন বিকালে অনুষ্ঠিত হয় ফিল্ম ফেস্টিভ্যাল। “বায়োগ্রাফি অফ নজরুল নামের ৯০ মিনিটের একটি অনবদ্ধ ফিল্ম প্রদশিত হয়। “ফোবানা স্কলারশীপ প্রদান করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আখি আলমগীর সহ বিভিন্ন শিল্পী ও শিশু শিল্পীরা।
২০২৫ সালের ৩৯ তম আটলান্টা ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারি মাহবুব ভুইয়াকে আটলান্টা ফোবানার সম্মেলনের দায়িত্ব দেয়া হয়। ৩৮ তম ফোবানা সম্মেলনের তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক তিনদিনের পুরো সাংস্কৃতিক অনুস্টানমালা পরিচালনা করেন। তাসকিন সিদ্দিক জানান সাংস্কৃতিক অনুস্টান পরিচালনা করা ছিল খুবই চ্যালেন্জিং ও কষ্টের। অনুষ্ঠান সফল করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। গেস্ট সার্ভিস এ নিরলস ভাবে কাজ করেছেন বাগডিসির উপদেস্টা মোহাম্মদ মোস্তফা সিআইপি।
শেষ দিনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এটর্নী মোহাম্মদ আলমগীর, আবীর আলমগীর, মাসুদ রব চৌধুরী, খালেদ আহমদ রউফ, ডক্টর প্রিয়লাল কর্মকার,, কনভেনার রোকশানা পারভীন ও মেম্বার সেক্রেটারি আবু রুমি প্রমুখ।
৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকশানা পারভীন বলেন, আপনাদের সকলের সহযোগীতায় আজ ৩৮ তম ফোবানা সফল করতে পেরেছি। আমারা সবোচ্চ চেস্টার করেছি সুন্দর একটি অনুষ্ঠান সফল করতে। মেম্বার সেক্রেটারি আবু রুমি সকলকে ভুল ত্রুটি গুলো সহজ ভাবে নেবার আহবান জানিয়েছেন। সামগ্রিক ভাবে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় এবারের ৩৮তম ফোবানা সম্মেলন উত্তর আমেরিকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফোবানার ভেন্যুতে খাবারের ষ্টল, কাপড়ের ষ্টল, বইয়ের ষ্টল সহ বিভিন্ন ধরনের ষ্টল সাজানো হয়েছিল। ষ্টলগুলোতে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com