ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ‘সরকারী চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ’ বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর উদ্যোগে ‘সরকারী চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ” বিষয়ক পাঠচক্র ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জয়নুল আবেদিন পার্কের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উক্ত পাঠচক্রের বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ইমতিয়াজ আহমেদ, আব্দুল হান্নান আল আজাদ, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, মো: রেজাউল ইসলাম, নাজমুল হাসান রাজু খান প্রমূখ।

পাঠচক্রের আলোচনায় অংশগ্রহনকারী আলোচকবৃন্দ বলেন, আমাদের দেশে সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর নির্ধারিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ৩৫ বছরের নিচে বয়সসীমা নেই। বাংলাদেশে কেন ৩০ বছর নির্ধারিত থাকবে? এ দেশের বাস্তবতায় একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা সম্পন্ন করতে ২৬ থেজে ২৮ বছর লেগে যায়। ফলে সরকারি চাকুরির জন্য প্রস্তুতির খুব কম সময় পায়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য চাকুরি প্রত্যাশী ছাত্রসমাজ দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। তারা দাবী জানাচ্ছে সরকারী চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করতে। বাস্তবতার নিরীখে এই দাবী মেনে নেয়া উচিত বলে সমাজ রূপান্তর মনে করে।

পাঠচক্রের আয়োজন সম্পর্কে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, উন্নত সমাজ গঠনে বুদ্ধিবৃত্তির বিকাশ একান্ত প্রয়োজন। মানুষের মাঝে বুদ্ধিবৃত্তির বিকাশ যত বৃদ্ধি পাবে সমাজ তত উন্নত হবে সাধারণ মানুষ তত সচেতন হবে। যার সুফল পাবে সমাজ ও জাতি। এই গুরুত্ব অনুধাবন করে সমসাময়িক জনজীবন সংশ্লিষ্ট পাঠচক্রের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিষয়ভিত্তিক এই পাঠচক্র ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com