ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সিপিবি’র সমাবেশ ও লাল পতাকার মিছিল

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই-আগষ্ট গণঅভূত্থানে ছাত্র-জনতার হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও শাস্তির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ময়মনসিংহ বিভাগীয় শহরের রেলওয়ে স্টেশন কৃষ্ণচ‚ড়া চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের প্রধান প্রধান সড়কে লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এমদাদুল হক মিল্লাত।

সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও নগর কমিটির সাধারণ সম্পাদক আলআমিন আহমেদ জুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মনিরা বেগম অনু, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান জুয়েল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু, সিপিবি ময়মনসিংহ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ‚ত্থানের সংগ্রামী রোকনুজ্জামান সোহেল, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গক‚ল সূত্রধর মানিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই-আগষ্ট গণঅভ‚ত্থানের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, নিহত-আহতদের তালিকা তৈরী, আহতদের চিকিৎসার ব্যবস্থা, পাচারকৃত অর্থ উদ্ধার, পাচারকারী ঋণ- খেলাপীদের বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

‘ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে রেশনিং ব্যবস্থা চালু, সংস্কারের রূপরেখা, রোডম্যাপ ঘোষণা, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিচালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মাজারে হামলা-ভাংচুর এর বিরুদ্ধে কার্যকর ভ‚মিকা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বক্তারা।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সিপিবি’র উপজেলা ও অঞ্চলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com