ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হালুয়াঘাট আমতেল এলাকার মোস্তফা (৬৫) এবং গফরগাঁও পাগলা থানা এলাকার নাছিমা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন মুন।

তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৩২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে পুরুষ ২৬, নারী ৫ ও শিশু একজন। মারা যাওয়া দুই রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com