ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আমার কমপ্লিট শাটডাউন রিমুভ হলো: জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদানও করেন তিনি।

এর আগে, টানা ১৩ বছর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। গেল ১২ আগস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই তাকে অপসারণের দাবি ওঠে।

এদিকে, গেল বছর মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই চাপের মুখে পড়েন এই অভিনেত্রী। শিল্পকলায় তারা আনোগোনা না থাকলেও, সরব ছিলেন ফেসবুকে। কথা বলে গেছেন বিগত সরকারের পক্ষে আর অন্তর্বর্তী সরকার বিপক্ষে।

তবে এবার অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জ্যোতিকা জ্যোতি। আর সেটি হলো- শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ বিষয়ক। একাডেমির মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে অভিনন্দন জানিয়ে জ্যোতি ফেসবুকপাতায় লিখেছেন, ‘যোগ্য মানুষকে সঠিক জায়গায় দেখে মন ভালো হয়ে গেল! আমার কমপ্লিট শাটডাউন রিমুভ হলো!’

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com