ময়মনসিংহরবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যৌতুক হিসেবে জমি লিখে না দেয়ায় স্ত্রীকে মারধর, স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

যৌতুক হিসেবে জমি লিখে না দেয়ায় স্ত্রী ও তিন মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠেছে স্থানীয় ফজলুল হকের (৬৬) বিরুদ্ধে। গত মাসে শেষের দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্টেশন রোড পুরাতন রাইচ মিল এলাকায় এ নারী নির্যাতনের ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী ও ছেলে মাহফুজুল হকের (৩৫) বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মী মোছাঃ সেলিনা আক্তার মঞ্জু (৬৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে- সেলিনা আক্তার মঞ্জু চাকুরিকালীন সময়ে উল্লেখিত এলাকায় সাড়ে ৬ শতক জমি সাফ কাওলা দলিলমূলে ক্রয় করে তাতে বাড়ি-ঘর তৈরী করে বসবাস করে আসছেন। উক্ত জমি যৌতুক হিসেবে লিখে দেয়ার জন্য তার স্বামী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে তার স্বামীর সঙ্গে এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। গত ২৮ জুলাই জমি লিখে নেয়ার জন্য সেলিনা আক্তারকে জোরপূর্বক তার স্বামী সাব-রেজিস্ট্রি অফিসে নেয়ার চেষ্টা করেন। এসময় সাব-রেজিস্ট্রি অফিসে যেতে অপরাগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেন স্বামী ফজলুল হক। স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে সেদিন সেলিনা আক্তার তার মেয়ে নূরুন্নাহারের বাড়িতে গিয়ে ওঠেন। পরবর্তীতে ২৪ আগস্ট তিনি তার তিনি মেয়ে নূরুন্নাহার, নাদিরা বেগম ও নাছিমা আক্তারকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ওঠেন। এসময় স্বামী ফজলুল হক ও ছেলে মাহফুজুল হক লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে তাদেরকে গুরুতর আহত করেন।

সেলিনা আক্তার মঞ্জু জানান- বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক জানান- যৌতুক হিসেবে সম্পত্তি লিখে দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে সম্পত্তিতে তার স্ত্রী বসবাস করছেন এটি ১নং খাস-খতিয়ানের জমি। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে।

তিনি আরও জানান- তার স্ত্রী সেলিনা আক্তার মঞ্জু গোপনে টাকা ও স্বর্ণালংকার ঘর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মিথ্যা মামলা দায়ের করেছে তার স্ত্রী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান- এ মামলার আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

 

জিএন/এইচ

 

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com