ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে: মামুনুল হক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। তার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি। মানুষের ধর্মীয় অধিকার, অর্থনৈতিক অধিকার, স্বাধীনতার অধিকার, মানুষের ভোটের অধিকার ছিনতাইসহ মতপ্রকাশের স্বাধীনতা ছিনতাই করে দেশে একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বাংলাদেশের সব সম্পদ-টাকা লুটপাট করে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই লুটপাটকারীদের জন্য বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিল, আলেম-ওলামাদের মাহফিলে ১৪৪ ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। রাস্তায় বেরিকেট দিয়ে আমাদেরকে কোরআনের খেদমত ও মানুষের দোরগোড়ায় উপস্থিত হতে দেয়নি।

শিক্ষা ব্যবস্থা নিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশে সমকামিতা, ট্রানজেন্ডার নামে নানা ইসলামবিদ্বেষী ধারাকে শিক্ষাক্রমে যুক্ত করে জাতীয় শিক্ষা ব্যবস্থার ওপর চাপিয়ে দিয়ে আমাদের দেশের কোমলমতি শিশুদেরকে ইসলামবিরোধী ভাবধারায় পরিচালিত করার ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা। আমরা দেশ থেকে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য সংগ্রাম করে যাচ্ছি।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখনো পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমাদের সহযোগিতার ইচ্ছেটা আছে। কিন্তু সেই ইচ্ছেটা সরকারেরও থাকতে হবে। সরকারকেও বুঝতে হবে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এদেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা রেজাউল করিম, মুফতি মুহাম্মদ আব্দুল মুমিন, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহসহ প্রমুখ।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com