বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আনন্দ মোহন কলেজের মুক্তমঞ্চ এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ শাখার সমন্বয়ক আশিকুর রহমান। এছাড়া সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিলটি মুক্তমঞ্চ থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে রাজনৈতিক দলের সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com