আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুপুর ১টার দিকে মতিয়া চৌধুরীর মৃত্যু হয়।
মতিয়া চৌধুরীর মামা মোস্তফা জামাল হায়দারও তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন মতিয়া চৌধুরী। একাদশ জাতীয় সংসদের মেয়াদে সংসত উপনেতার দায়িত্বও পালন করেছেন তিনি।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com