নেত্রকোনার পূর্বধলায় ১১নং গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার স্মৃতি হাসপাতাল লাউখাই, শ্যামগঞ্জ পূর্বধলা পক্ষ থেকে (২৮ নভেম্বর ২০২৪) বৃহস্পতিবার বিকালে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী দুই জনের মাঝে উন্নতমানের হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার সাহেবের ছেলে ১১নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল। হুইল চেয়ার সুবিধা পেয়েছেন মো: আকরাম হোসেন হৃদয় এর ছেলে মো: শাহাদাত হোসেন(৬)।
অপর দিকে দুটি উন্নত মানের ক্রাচ বিতরণ করা হয় শালদিঘা গ্রামের২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ নিজাম উদ্দিন (৫০) এর মাঝে।
হুইল চেয়ার পেয়ে শাহাদাত হোসেনের অভিবাবকগণ ওক্রাচ পেয়ে নিজাম উদ্দিন চেয়ারম্যান প্রতি কৃতঞ্জতা ও ধন্যবাদ জানান।
হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন মো: আল ইমরান, আবদুর রউফ দুদু, ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা মোঃ সাদ্দাম হোসেন, গ্রাম পুলিশগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকাবাসী বলেন, বর্তমান চেয়ারম্যান আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকে এবং আমাদের সব সময় খোঁজ খবর রাখে এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত।
মোঃ আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, আমিও সব সময় চাই জনগণের পাশে থেকে সেবা করতে। যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com