ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ডাকাতির চেষ্টাকালে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধিসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। মাইক্রোবাসে থাকা যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনসহ দুজন আহত হয়েছেন।

ডাকাত দল প্রথমে একটি ট্রাকে সিগন্যাল দিয়ে সাংবাদিকদের নিয়ে আসা মাইক্রোবাসটি ব্যারিকেড দেয়। মাইক্রোবাসের চালক কৌশলে বেরিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর ও চালক মো. শফিকুল ইসলামকে (৪২) রড দিয়ে আঘাত করলে তিনিও আহত হন। আহত দুজন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আহতরা জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সাংবাদিক নেতারা কক্সবাজারে ৮ম জাতীয় বিজয় উৎসব ও সাংবাদিক মিলন মেলা শেষে সোমবার রাত সাড়ে ৪টার দিকে মাইক্রোযোগে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি কসবার মনকাশাইর এলাকায় পৌঁছে রাস্তা অতিক্রম করার সময় একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে চালক নুরুল ইসলাম গাড়িটি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে, তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। মাইক্রোবাসের যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। গ্লাস ভাঙায় সাংবাদিক মো. রইছ উদ্দিন আহত হন।

সাংবাদিক মো. রইছ উদ্দিন জানান, যেখানে ডাকাতি হয়েছে, তার সন্নিকটেই কসবা থানা পুলিশের টিম ছিল। গভীর রাতে সেই পুলিশের সঙ্গে পোশাকবিহীন কয়েকজনকে থাকতে দেখা যায়। ডাকাতির ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিকদের গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টাকারীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার জানান, বিজয় উৎসবে ১১ জন সাংবাদিক গৌরীপুর থেকে অংশ নেন। তাদের সর্বস্ব লুটপাটের উদ্দেশ্যে ডাকাতরা হানা দিয়েছিল। এরপর সাংবাদিকরা নিরাপত্তার জন্য পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে আসেন কসবা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম।

তিনি জানান, আসামিদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্বে থাকে। তারপরও কিভাবে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে তা আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে বের করার চেষ্টা করছি।

 

জিএন/হলি/এসএস

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com