কুমিল্লার চৌদ্দগ্রামে বয়োজ্যেষ্ঠ নাগরিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বীরপ্রতীককে জুতার মালা পরানো ও হেনস্থা করার প্রতিবাদে গতকাল ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক বীরপ্রতীক খেতাাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে দিনদুপুরে একটি কুচক্রী মহল গলায় জুতার মালা পরায় এবং বিভিন্নভাবে হেনস্থা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচারমাধ্যমে এই বর্বর চিত্র দেখে দেশের মানুষ হতভম্ব। চারিদিকে আজ নিন্দার ঝড় বইছে। সরকারও এ ঘটনার নিন্দা জানিয়েছে। দেশে আইন আদালত রয়েছে, সরকার রয়েছে। কোন ব্যক্তি অপরাধ করলে তার বিচার রাষ্ট্রের আইন আদালত করবে। আইন হাতে তুলে নেয়ার এখতিয়ার কারোর নেই। কোন সভ্য সমাজে কেউ আইন হাতে তুলে নিয়ে এ থরণের অপরাধ সংঘটিত করতে পারে না। আওয়ামী সরকার পতনের পর কুচক্রি মহল দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের মাধ্যমে অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, যা দেশের জন্য অশনিসংকেত! অধিকন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। বক্তারা আরো বলেন, আওয়ামী সরকার পতনের পর সুক্ষভাবে মুক্তিযুদ্ধ বিরোধী চক্র স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধর দৃশ্যমান স্বারক স্থাপনাগুলোর উপর আঘাত করছে। সরকার পতনের সাথে ইতিহাসকে কেন আক্রমণ করা হচ্ছে? স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তো সমগ্র জাতির। বাঙালী জাতি জীবন দিয়ে এ ইতিহাস অর্জন করেছে। বিশ্বের মানচিত্রে লালসবুজের পতাকাখচিত বাংলাদেশ সৃষ্টি করেছে। ইতিহাস কোন দলের নয়, সরকারের নয়। তবে কেন ইতিহাসের উপর আক্রমণ করা হচ্ছে? এ প্রশ্নটি আজ জাতির সামনে এসেছে। সমাবেশে বক্তরা কুমিল্লার চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বীরপ্রতীক’কে জুতার মালা পরানো ও হেনস্থার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির সম্মূখীন করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবী জানান।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হোসাইন মুণিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি , বাসদ জেলা কমিটির সদস্য কমরেড মঞ্জুরুল হাসান, ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক আবির মোহাম্মদ আকাশ, সদস্য নূর মোহাম্মদ, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সংগঠক নাজমুল হাসান রাজু খান, মো: আনোয়ার হোসেন, মুঈদ ফাইজুল প্রমূখ।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com