পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মঞ্জু মিয়া (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপজেলার শ্যামগঞ্জ জালশুকা এলাকা থেকে মঞ্জুকে আটক করে।
আটক মঞ্জু তালুকদার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের চারআনি গ্রামের মৃত কছম উদ্দিন তালুকদারের ছেলে বর্তমানে সে শ্যামগঞ্জ জালশুকা গ্রামে বসবাস করে।
এ সব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব।
সেনাবাহিনী সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিত্বে সন্ধ্যায় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা গ্রামে যৌথ বাহিনী সেনাবাহিনী, পুলিশ ও মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর) অভিযান চালায় । এ সময় যৌথ বাহিনী তার ঘর থেকে ১৪ পিস ইয়াবা, দেশি অস্ত্র ও ইয়াবা সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জামাদিসহ মঞ্জু তালুকদারকে আটক করে।
মেজর নাজমুস সাকিব জানান আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। জনস্বার্থে মাদক বিরোধী অভিয়ান সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হবে।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com