ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪

নকলায় সবজির বাগানে গাঁজা চাষ করতেন জহিরুল

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নকলায় সবজির বাগানে গাঁজা চাষ করায় জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান। এর আগে, সোমবার রাতে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য নকলা ডাকাতিয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, নকলা উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকায় সবজির বাগানে গাঁজার চাষ করেছে জহিরুল ইসলাম- এমন সংবাদ পেয়ে নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বসতঘরের উত্তর পাশের সবজির বাগান থেকে দু’টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com