ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ জানুয়ারি/২৫) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্য উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ অফিসার্স ক্লাব মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন স্বাগত বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, সুজিত কুমার দাস, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামসুজ্জামান দূর্জয় প্রমুখ।
জিএন/এইচ


ইমেইলঃ news.gouripurnews@gmail.com