ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা-ভাঙচুর, অর্ধশত জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর থানায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি/২৫) রাতে অর্ধশত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা দায়ের করেন উপজেলার সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র মো. সেলিম। মামলায় ২৯জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার। তিনি জানান, ঘটনার তদন্ত ও আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াপাড়া গ্রামে যুবদল নেতা সুজাত মিয়ার বাড়িতে ছেলের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরে ঘটনা ঘটে। এ ঘটনায় রফিক (৩৫), নুরুজ্জামান (৩৫), শাহজাহান (৩২), মুন (২৮), বাবুল মিয়া (৪৫), সাইদুর রহমান (৪৩), সবুজ মিয়া (৩২), ওয়াসিম রাজিব (২৭), তোতা মিয়া (২৮), নজরুল ইসলাম (৩৭), সাকিবুল ইসলাম শহিদ (৩২), অন্তর সরকার (২২), আব্দুল হামিদ (৩৪), আব্দুল হাই (৩২), ফয়সাল মিয়া (২৫), রাসেল মিয়া (২৫), সেলিম মিয়া (২৪), আল আমিন (২৭), আমিরুল ইসলাম (২৮), রায়হান উদ্দিন (২৬), রাকিব মিয়া (২২), আব্দুল কাদির (২২), কামরুল ইসলাম (২৬), পিয়াস মিয়া (২৪), এরশাদুল হক (২৮), ছোটন মিয়া (২৫), পারভেজ মিয়া (২৬), আবু হুবায়রা (২৭), আসাদুজ্জামান ডানু (৪০)। এছাড়াও মামলায় ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এ ঘটনায় বিএনপি নেতা হিরণের নেতাকর্মীদের দায়ী করেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। এ অপপ্রচারের প্রতিবাদে ও এ অভিযোগ প্রত্যাখান করে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ মঙ্গলবার (৭ জানুয়ারি/২৫) গৌরীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইকবালকে বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে তিনি (ইঞ্জিনিয়ার ইকবাল) আকিকার দাওয়াতে যাওয়ায় গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার আমার বা আমার সমর্থক নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

অপরদিকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বরেন, গত সোমবার (৬ জানুয়ারি/২৫) যুবদল নেতার সন্তানের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের নেতাকর্মী হামলা করেছে। শুধু তাই নয়; এ ঘটনার প্রতিবাদে ওই রাতে বিক্ষুব্দ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে সেখানেও হামলা করা হয়।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com