ময়মনসিংহের তারাকান্দায় রাস্তার পাশের ধান ক্ষেত থেকে আরিফুর রহমান (৪৬) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফুর লক্ষীপুর জেলার রায়পুরের কেরুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মৃতের পরিচয় নিশ্চিত করেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান।
এর আগে, সকালে উপজেলার তারাকান্দা মধুপুর-জয়বাংলা বাজার রোডের পিঠাসূতা এলাকার মেসার্স জিল্লুর অটো রাইসমিল সংলগ্ন ধান ক্ষেতে অজ্ঞাত লাশ হিসেবে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয়হীন লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর থেকে লাশের পরিচয় শনাক্তের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হলে পিবিআই এর কর্মকর্তারা প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করে।
তিনি আরও জানান, আরিফুর রহমানের বাড়ি রায়পুরের লামছড়ি এলাকায়। তিনি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধান করছে পুলিশ।
জিএন/এইচ
ইমেইলঃ news.gouripurnews@gmail.com