ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের রাজাবালী (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আতিকুর রহমান।

এর আগে, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে কারাগারে থাকা অবস্থায় স্ট্রোক করে ঐ হাজতি। পরে রাজাবালীকে অসুস্থ অবস্থায় কারা পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার জানান, রাজাবালী ফুলবাড়িয়া থানার হত্যা মামলার আসামি। তবে সে সাজাপ্রাপ্ত আসামি না হলেও ২০২০ সাল থেকে কারাগারে ছিলেন। গতকাল সোমবার অসুস্থ হলে আমাদের চিকিৎসক রাজাবালী স্ট্রোক করেছে বলে জানায়, পরে আমাদের পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গেই রয়েছে এবং ময়নাতদন্ত করে মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com