ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫

১৫বছর পরে নিজের ঠিকানা পেলেন গৌরীপুরে বিএনপি নেতাকর্মীরা!

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৫বছর পর নিজের ঠিকানা পেলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগন। সোমবার (১৩ জানুয়ারি/২৫) রাতে পৌর শহরের পাটবাজারে এ অফিসের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

তিনি বলেন, গৌরীপুরে যেহেতু উপজেলা ও পৌর বিএনপির কোনো কমিটি নেই সেহেতু এ কার্যালয়টি দলের সকল পর্যায়ের এবং গ্রুপের নেতাকর্মীরা ব্যবহার করতে পারবেন। আমি একটি অংশের হলেও অন্যরা এ কার্যালয় ব্যবহার করতে চাইলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবো। এ কার্যালয়টি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের জন্য উন্মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আ’লীগের নেতাকর্মীরা আমাদের কার্যালয় ব্যবহার করতে দেয়নি। ২০০৯সনে একের পর এক অফিস ভাংচুর ও জ¦ালিয়ে-পুড়িয়ে শেষ করে দেয়। প্রাণের সংগঠনের নেতাকর্মীরা ১৫বছর পর নিজস্ব কার্যালয়ে কাজ করার সুযোগ পেলো। উদ্বোধনী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অফিসের কার্যক্রম শুরু হলো। এছাড়াও সহস্রাধিক দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান সিরাজ। বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সিদ্দিকুর রহমান, ডা. আব্দুল মোতালেব, আব্দুল মান্নান তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান পলাশ, আতাউর রহমান আতা, জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বকুল, উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম প্রত্যয়, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খায়রুল পাশা খেলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, মাসুদ পারভেজ কার্জন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, মুসা মুনশী, আরিফুল ইসলাম উদয়, কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।

জিএন/এইচ

 

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com