ময়মনসিংহশনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় চোরাই পথে চিনি আনতে গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্ত দিয়ে ভারতীয় চিনি আনার সময় হাতির আক্রমণে আইনু মিয়া নামে কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইনু মিয়া ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকা দিয়ে গারো সম্প্রদায়ের লোকজন চিনির বস্তা আইনু মিয়ার হাতে তুলে দেয়। আইনু সাইকেলে চিনি নিয়ে ফেরার সময় হাতির সামনে পড়েন। হাতি দেখে দৌড়ে পালাতে চাইলেও শেষরক্ষা হয়নি তার। হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এতে ঘটনাস্থলেই আইনু মিয়া মারা যান। পরে টের পেয়ে আইনু মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা।

ধোবাউড়া থানার ওসি মো. চান মিয়া বলেন, আইনু মিয়া চোরাকারবারি কিনা আমার জানা নেই। তবে পরিবারের লোকজন জানিয়েছে সে একজন কৃষক। রাতে ক্ষেতে পানি দিতে গিয়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

n/v

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com