ময়মনসিংহশুক্রবার , ১৫ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

১১তম গ্রেডের দাবিতে গৌরীপুরে প্রাইমারী স্কুলের শিক্ষকদের মানববন্ধন

গৌরীপুর নিউজ
মার্চ ১৫, ২০১৯ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফ আহমেদ :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করণ ও শতভাগ পদোন্নতির দাবিতে ময়মনসিংহ গৌরীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ৩ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় সহকারি শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম ও সহকারী শিক্ষকদের ১২তম। তাঁরা প্রধান শিক্ষকদের পরবর্তী স্কেলে বেতন ভাতা উন্নীত করণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন যাবত। জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহারে এ বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো। তাই নিজেদের অধিকার আদায়ের জন্য তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী পালন করছেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে সহকারী শিক্ষকবৃন্দের ১১তম গ্রেড বাস্তবায়ন কমিটির গৌরীপুর উপজেলা শাখার আহবায়ক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন, নওপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, গৌরীপুর পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম, পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মুরাদ হোসেন প্রমুখ।
এতে অংশগ্রহন করেন, সহকারী শিক্ষক আবুবকর সিদ্দিক, রফিকুল ইসলাম রতন, ফেরদৌস আলম, রোজিনা সুলতানা, সফি কামাল, শারমিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস সোনালী, তাসলিমা শিরিন, তাহমিনা আক্তার, মোস্তাফিজুর রহমান, সাফাত হোসেন, শরিফার ইয়াসমিন, ওমর ফারুক, গোলাম কিবরিয়া খান, রাজিব আহম্মেদ, আজিম উদ্দিন, মোস্তফা কামাল, আল কামাল, আ. ওয়াহাব, জাকির হোসেন, ফারুক হোসেন, জিন্নাতুল, বিশ্বজিৎ চন্দ্র, আনোয়ারুল হক, ফারুক ইসলাম, শহিদুল্লাহ, শাহজাহান মজনু, মো: মোহসিন মিয়া, হারুন অর রশিদ, শাহীনুর আলম, শফিউল আলম, সুজন পন্ডিত, হারুণ অর রশিদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com