ময়মনসিংহশুক্রবার , ২০ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনার বিষয়ে সরকারের ঘোষণার পরেই করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এজন্য তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
গত ১৪ জুলাই করোনার টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকা গ্রহীতার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল। আর তাই আজ থেকে শুরু হলো ১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com