ময়মনসিংহশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯

শুভ জন্মদিন “ময়মনসিংহ বিভাগ”

শুভ বসাক জয়/ সাব‌রিনা জান্নাত সূচনা
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

আজ ৪র্থ বছরে পদার্পণ করেছে ময়মনসিংহ বিভাগ। তাই গৌরীপুর নিউজ পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসা। ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়। এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হলঃ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল ও শেরপুর।

প্রশাসনিক জেলা 


ময়মনসিংহ বিভাগের বর্তমান ভোটার সংখ্যা
 :

জেলার নামজেলার আয়তনউপজেলার সংখ্যাপৌরসভার সংখ্যাইউনিয়নমোট গ্রামের সংখ্যাজনসংখ্যামোট ভোটার
ময়মনসিংহ৪৩৬৩.৪৮বর্গ কিঃ মিঃ১৩টি১০টি১৪৬টি২৬৯২টি৫৩,১৩,১৬৩ জন৩৫,৯৪,৪৯৩ জন
জামালপুর২০৩১বর্গ কিঃ মিঃ০৭টি০৭টি৬৭টি১৩৬২টি২৩,৮৪৮১০ জন১৫,৯৭,২৫৫ জন
নেত্রকোণা২৭৯৪বর্গ কিঃ মিঃ১০টি০৫টি৮৬টি২২৯৯টি২২,০৭,০০০ জন১৪,৬৬,১১৬ জন
শেরপুর১৩৬৩.৭৬  বর্গ কিঃ মিঃ০৫টি০৫টি৫২টি৮৯৩টি১৫,৪২,৬১০ জন৯,৯২,১৯১ জন
সর্বমোট১০৫৫২বর্গ কিঃমিঃ৩৫টি২৭টি৩৫১টি৭২৪৬ টি১,১৪,৪৭,৫৮৩ জন৭৭,১২,৩৫৯ জন
ক্র: নংজেলার নামপুরুষ ভোটারমহিলা ভোটারমোট ভোটার
01.ময়মনসিংহ১৮,১৫,৮৭০১৭,৭৮,৬১৬৩৫,৯৪,৪৯৩
02.জামালপুর৭৮,৮,৭৬৯৮,০৮,৪৮৬১৫,৯৭,২৫৫
03.নেত্রকোণা৭,৬৮,৬৮৮৭,৫৯,৭৩২১৫,২৮,৪২০
04.শেরপুর৪,৯২,৬৪৫৪,৯৯,৫৪৬৯,৯২,১৯১
সর্বমোট৩৮,৬৫,৯৭৯ জন৩৮,৪৬,৩৮০ জন৭৭,১২,৩৫৯ জন

ময়মনসিংহ বিভাগের ০৪ জেলার সংসদীয় আসন সংখ্যার তথ্যাদি :

ক্র: নংজেলার নামসংসদীয় আসন সংখ্যা
01.ময়মনসিংহ১১টি
02.জামালপুর০৫টি
03.নেত্রকোণা০৫টি
04.শেরপুর০৩টি
সর্বমোট সংসদীয় আসন২৪টি

ময়মনসিংহ বিভাগের দর্শনীয় স্হান :

ময়মনসিংহ জেলাঃ

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • আলেকজান্ডার ক্যাসেল
  • জয়নুল আবেদিন সংগ্রহশালা
  • সার্কিট হাউস
  • রামগোপালপুর জমিদারবাড়ি
  • বিপিন পার্ক
  • বোটানিক্যাল গার্ডেন
  • ব্রক্ষপুত্র নদ
  • গৌরীপুর রাজবাড়ি
  • কেল্লা তাজপুর

নেত্রকোণা জেলাঃ

  • হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এঁর মাজার শরীফ নেত্রকোণা সদর।
  • বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক কাজ
  • টংক আন্দোলনের স্মৃতি সৌধ
  • রানীখং মিশন টিলাতে ক্যাথলিক গির্জা
  • বিরিশিরি কালচারাল একাডেমি
  • কমলা রানীর দীঘি
  • নইদ্যা ঠাকুরের ভিটা
  • রাশমনি স্মৃতি সৌধ,দূর্গাপুর
  • লেংগুরা, চেংটি, গোবিন্দপুরের পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, কলমাকান্দা
  • সাত শহীদের মাজার কলমাকান্দা

জামালপুর জেলাঃ

  • হয়রত শাহ জামাল (রাঃ) এঁর মাজার শরীফ, জামালপুর সদর
  • হয়রত শাহ কামাল (রাঃ) এঁর মাজার শরীফ,মেলান্দহ
  • দয়াময়ী মন্দির, জামালপুর শহর।
  • লাওচাপড়া পিকনিক স্পট, বকশীগঞ্জ
  • যমুনা ফার্টিলাইজার, তারাকান্দি, সরিষাবাড়ী

শেরপুর জেলাঃ

  • গজনী অবকাশ কেন্দ্র
  • মধুটিলা ইকো পার্ক
  • নয়াবাড়ির টিলা
  • রাজার পাহাড় থেকে বাবলাকোনা
  • পানি হাতা তারানি পাহাড়
  • অর্কিড পর্যটন কেন্দ্র
  • নাকুগাঁও স্হল বন্দর

বিশ্ববিদ্যালয় 

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  • ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ — প্রস্তাবিত মুয়েট)।
  • বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (প্রস্তাবিত)

মেডিকেল কলেজ 

  • ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
  • শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।
  • কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ, ময়মনসিংহ।
  • নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা।

ইঞ্জিনিয়ারিং কলেজ 

  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (প্রস্তাবিত মুয়েট)

কলেজ 

  • আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
  • মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
  • ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
  • শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
  • কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী
  • নটর ডেম কলেজ, ময়মনসিংহ
  • আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ
  • ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট
  • গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, ময়মনসিংহ
  • সরকারি আশেক মাহমুদ কলেজ
  • নেত্রকোনা সরকারি কলেজ
  • নেত্রকোনা সরকারী মহিলা কলেজ
  • শেরপুর সরকারি কলেজ
  • শেরপুর সরকারী মহিলা কলেজ
  • শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট
  • কবি নজরুল সরকারি কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ ।
  • ভালুকা সরকারি কলেজে, ভালুকা, ময়মনসিংহ ।

স্কুল 

  • ময়মনসিংহ জিলা স্কুল
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ।
  • ক্যান্টমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ।
  • ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা, ময়মনসিংহ
  • বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ
  • গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ
  • মুসলিম হাই স্কুল (ময়মনসিংহ)
  • আর.কে উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ।
  • রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়, গৌরিপুর, ময়মনসিংহ।
  • বিশ্বেশ্বরী পাইলট হাই স্কুল, ঈশ্বগঞ্জ, ময়মনসিংহ।
  • নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ।
  • চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ ।
  • সরকারী নজরুল একাডেমী, ত্রিশাল, ময়মনসিংহ ।
  • জামালপুর জিলা স্কুল
  • জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়
  • নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • নজরুল কলেজ,এিশাল,ময়মনসিংহ
  • নান্দিনা মহারানী হেমন্ত কুমারী(এম এইচ কে) সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়,নান্দিনা,জামাল্পুর

বিভাগীয় শহর 

ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করেছে। চরাঞ্চলের নতুন এই শহরে সকল বিভাগীয় দপ্তর ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, একটি সরকারী পাবলিক বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু নভোথিয়েটার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিয়াম ও বিয়াম স্কুল, বিসিএস প্রশাসন একাডেমী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও মেট্রো পুলিশ লাইন, বিভাগীয় সার্কিট হাউস, আইটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশনস সেন্টার, সরকারী আনন্দ মোহন কলেজের শাখা, শিশু হাসপাতাল, পার্ক, আন্তর্জাতিক মানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষা ব্লক, স্বাস্থ্য ব্লক, বিশাল লেক, ৫২টি স্পেশাল আবাসিক এলাকা, পর্যটন স্পট, কয়েকটি সুপার মার্কেট, বাজারসহ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

 

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com