ময়মনসিংহসোমবার , ১১ নভেম্বর ২০১৯

সরেছে বুলবুল, জেনে নিন শীত আসছে কবে

গৌরীপুর নিউজ
নভেম্বর ১১, ২০১৯ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দাপিয়ে বুলবুল বিদায় নেওয়ার পর এবার শীতের প্রতীক্ষা। প্রচুর জলীয় বাষ্প নিয়ে দেশে ঢুকেছিল ঘূর্ণিঝড় বুলবুল। ফলে শীতের আমেজ পুরোপুরি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, সর্বোচ্চ ও সর্বানিম্ন তাপমাত্রা কমবে ধীরে ধীরে। তবে শীতের আমেজ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও কয়কেদিন। তবে এই আমেজ কিছুটা তাড়াতাড়ি অনুভূত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে।

বুলবুল সরে যাওয়ায় উত্তরে বাতাস ঢোকার পথ প্রশস্ত হয়েছে। তার জেরে কিছুটা নেমেছে পারদ। আপাতত আকাশ ক্রমশ পরিস্কার থাকবে। তাতেই তাপমাত্রা আরো কমার সম্ভবনা রয়েছে। মাসের শেষের দিকে উত্তরাঞ্চলের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকতে পারে। তাতেই শীতের অনুভুতি আসবে দেশে। তবে এখনই পাকাপাকি শীত নয়। তা মিলতে পারে ডিসেম্বরের মাঝামাঝি। আপাতত দিনের বেলা শীতের অনুভূতি থাকবে না।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com