ময়মনসিংহবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হাসপাতালে ইসরাইলের বিমান হামলা, নিহত ৫০০

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজা শহরের কেন্দ্রস্থল আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার নিয়ন্ত্রণকারী হামাস এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই ইসরাইল হাসপাতালটিতে হামলা চালিয়েছে।

এদিকে গাজায় বিমান হামলা আরো তীব্র করেছে ইসরাইলি বাহিনী। হামলায় এখন কার্যত বিপর্যস্ত গাজা উপত্যকা। এরই মধ্যে সীমান্তে স্থল অভিযানের পায়তারা করছে ইসরাইলি সেনারা। ইসরাইলের সর্বাত্মক অবরোধে উপত্যকায় সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় মৃত্যু সংখ্যা হু হু করে বাড়ছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের এক তৃতীয়াংশই শিশু। গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ হাজার ৫০০ জন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে। এর মধ্যে ৩০২ জন সেনা বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

 

জিএন/এইচ

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com