ময়মনসিংহসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈগল পেলেন মুরাদ হাসান

Mahfuzur Rahman
ডিসেম্বর ১৮, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ঈগল প্রতীক পেয়েছেন। এ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিউর রহমান এতথ্য জানান।

এরআগে ২৬ নভেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে মুরাদ হাসানের মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান মিশু।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ ধারাবাহিকতায় জামালপুরের পাঁচটি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

ঈগল প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুরাদ হাসান বলেন, ‘হ্যাঁ, ঈগল প্রতীক পেয়েছি। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবো ইনশা আল্লাহ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মুরাদ হাসান। তবে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন মুরাদ হাসান।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com