ময়মনসিংহরবিবার , ১২ জানুয়ারি ২০২০

ত্রিশালে সড়কে বসে মানুষকে সেবা দিলেন ওসি

উপজেলা প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ দেখে সবাই ভয় পান। নানা ধরনের জটিলতায় পড়তে হতে পারে এ ভাবনা সবার ভেতরে উঁকি দেয়। থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যন্ত মানুষ দেখা করতে গেলে ভয় কাটাতে কাউকে নিয়ে যায়। কিন্তু দফতর ছেড়ে যখন ওসি সড়কে বসে মানুষের কথা শোনেন, তখন পরিবেশটা ভিন্ন রকমের হয়।

কংক্রিটের দফতর ছেড়ে মহাসড়কের পাশে দাফতরিক কার্যক্রম চালিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার ওসি মো. আজিজুর রহমান।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাইনবোর্ড এলাকায় সড়কে বসেই মানুষকে সেবা দেন তিনি। এ সময় তিনি মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে জিডি, অভিযোগ নিয়ে আগত মানুষকে আইনি ও সমস্যা নিরসনে বিভিন্ন পরামর্শ দেন।

মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ আপনার ওসি-আপনার দোরগোড়ায় ব্যানারে সেবা দিতে শুরু করেছে ত্রিশাল থানার পুলিশ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com